
আটকের কয়েক ঘন্টা পর সোমবার গভীর রাতে ছাড়া পেয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। সোমবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে তাকে দলের সভাপতি বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভনের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। আটকের পরই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এর আগে, সন্ধ্যা সাড়ে পাচটায় শমসের মবিন চৌধুরী খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান। বৃটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন শমসের মবিন চৌধুরী ও রিয়াজ রহমান।
সোমবার দুপুরে খালেদা জিয়ার বাসভবনের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমানসহ আরও তিনি বিএনপি নেত্রীকে আটক করে পুলিশ। অবশ্য পরে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়।
এর আগে বিভিন্ন সময়ে বিএনপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।