সেলিমা রহমান মুক্ত, হীরা ও হালিমা আটক

selima rahman

selima_rahmanবিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।কিন্তু রাশেদা বেগম হীরা ও সাবেক সংসদ সদস্য হালিমা নেওয়াজ আরলীকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর দেড়টায় গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

এর আগে, গত রোববার সন্ধ্যায় দলের  আরেক ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিনকে আটক করে পুলিশ।পরে তাকে শাহবাগে বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোর মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।