
১৮ দলীয় জোটের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ প্রতিহত করতে আজও রাজধানীর বিভিন্ন স্থানে লাঠি পতাকা হাতে নিয়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল নিয়ে লাঠি হাতে নিয়ে বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন তারা।অঙ্গসংগঠনের কর্মীরা এভিনিউর আশেপাশে প্রদক্ষিণ করছে।
এছাড়া মাওলানা ভাসানী স্টেডিয়ামের পশ্চিম পাশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ওলামা লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।