রাশিয়ায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১৬, আহত ৫০

suicide bombসাবেক সোভিয়েত রাশিয়ার স্ট্যালিনগ্রাদ শহরের ভলগোগ্রাদ স্টেশনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৬ জন, আহত হয়েছেন আরও ৫০ জন। খবর ডেইলি মেইল, সিটিভি নিউজ, ওয়াল স্টিট জার্নালের।

টিভি ফুটেজ থেকে দেখা গেছে, ব্যস্ত ভলগোগ্রাদ স্টেশনে ঢোকার মুখেই রবিবার দুপুরে এক মহিলার আচরণে সন্দেহ হয় নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীর। জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে যেতেই শরীরে বাঁধা বোমায় বিস্ফোরণ ঘটিয়ে দেন ঐ মহিলা।

এবারকার শীতকালীন অলিম্পিক শুরু হচ্ছে রাশিয়ার সোচি শহরে, ৭ ফেব্রুয়ারি। উত্তর সোচিতে যাওয়ার একমাত্র পথ স্ট্যালিনগ্রাদের ভলগোগ্রাদ স্টেশন। সে কারণে মানুষের ভিড়-ভাট্টা লেগেই আছে স্টেশনে। ফলে বোমা বিস্ফেরণের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে নিহত হন ১৪ জন এবং ৫০ জনেরও বেশি আহত হন। পরে আরও দুইজন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

জানা গেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।