মোহাম্মদপুরে দুই শতাধিক ককটেলসহ গ্রেপ্তার ৩

  • Emad Buppy
  • December 30, 2013
  • Comments Off on মোহাম্মদপুরে দুই শতাধিক ককটেলসহ গ্রেপ্তার ৩
cocktel

cocktelবিরোধী দলের অভিযাত্রা কর্মসূচি ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কে ঘিরে ২য় দিনেও সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীতে অব্যাহত রয়েছে পুলিশি তৎপরতা। পুলিশ আজ মোহাম্মদপুরে তল্লাশি ও অভিযান চালিয়ে ককটেলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, আজ নগরীর আটটি প্রবেশপথসহ সকল মোড়েই সতর্ক অবস্থানে আছে যৌথবাহিনীর সদস্যরা। এদিকে, সোনবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে দুইশতাধিক ককটেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।