মুন্নু সিরামিকসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএসইসি

monno_ceramics

monno_ceramicsশেষ হওয়া অর্থ বছরের আর্থিক প্রতিবেদন যথাসময়ে জমা দিতে ব্যর্থ হওয়ায় মুন্নু সিরামিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের আর্থিক প্রতিবেদন যথাসময়ে জমা দিতে ব্যর্থ হওয়ায় মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক, সব পরিচালক এবং কোম্পানি সচিবের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এজন্য তাদের বিরুদ্ধে সিকিউরিটিজ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এছাড়া ভবিষ্যতে এ ধরণের অনিয়ম যাতে না হয় সে ব্যাপারে কোম্পানি কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

এমআরবি/