বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে প্রায় দেড় ঘণ্টার বৈঠক করছেনে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। তবে এই বৈঠক তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায়নি। কারণ খালেদার বাসা থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি গিবসন। কিছু জানাননি ওই বৈঠকে উপস্থিত খালেদার উপদেষ্টারাও।
গিবসন বিকেল আনুমানিক সোয়া পাচটার দিকে বেগম জিয়ার বাসভবনে প্রবেশ করেন।
প্রসঙ্গত বেগম জিয়ার গত ২৪ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে ঢাকায় সমাবেশের ঘোষণা দেওয়া পরই গত শুক্রবার গুলশানের ওই বাসা ঘিরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। এর পর থেকে ওই বাসায় দলের কোনো নেতা ঢুকতে পারেন নি।
তবে সোমবার বিকাল ৪টা ৫১ মিনিটে খালেদা জিয়ার বাড়িতে ঢোকেন খালেদার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়ায রহমান। এর পরপরই সাবিহ উদ্দিন ও শমসের মবিন চৌধুরী খালেদার বাড়িতে প্রবেশ করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এখনও ওই বাড়িতে অবস্থান করছেন।