সুপ্রিম কোর্টের ভেতরে ছাত্রলীগের হামলা

  • Emad Buppy
  • December 29, 2013
  • Comments Off on সুপ্রিম কোর্টের ভেতরে ছাত্রলীগের হামলা
High court

রোববার সুপ্রিম কোর্টের ভেতরে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকাল থেকে অবরুদ্ধ বিএনপি সমর্থক আইনজীবীদের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হলেও সে সময় কেউ আহত হয়নি। তবে এরপর দুপুর ২ টার দিকে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের ব্যানারে আওয়ামী লীগ সমর্থক ও নেতাকর্মীরা আদালত চত্বরে প্রবেশ করে। আর এর পরই দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সে সময় আগুন দেওয়া হয় বেশ কয়েকটি স্থানে। ভাংচুর করা হয়। আহত হয় বেশ কয়েক জন।  নিচে আমাদের আলোকচিত্রির তোলা সে সময়কার কয়েকটি ছবি…

Supreme-Court

রোববার সুপ্রিম কোর্টের ভেতরে ছাত্রলীগের দেওয়া

আগুনে জ্বলছে বিএনপি-জামায়াতপন্থী

আইনজীবীর মোটরসাইকেল।

1b

 

 

বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের ওপর জলকামান ব্যবহার করছে পুলিশ।

 

 

 

 

1a-1

 

 

বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছে ছাত্রলীগ ।