বিএনপির সাবেক দুই মহিলা এমপি আটক

bnp_flag

ছবি: বিএনপি পতাকাবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক দুই জন সংসদ সদস্য রওশন আরা ও এলিজা জামান আটক হয়েছেন।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে রওশন আরাকে আটক করেছে পুলিশ। আর এলিজা জামান আটক হয়েছেন নাইটএঙ্গেল মোড় থেকে। তিনি ওই পথ দিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাচ্ছিলেন।

তাদের সঙ্গে কয়েকজন সহযোগীকেও আটক করে পুলিশ। দলের কার্যালয়ের সামনে থেকে আটক হয়েছেন রওশন আরার সহযোগী জান্নাতুল ফেরদৌসী ও সাদিয়া হককে। এলিজা জামানের সঙ্গে আটক হয়েছেন সেলিনা আক্তার।