
ফুটফুটে এক পুত্র সন্তানের মা হলেন শাবনূর। সিডনির ওব্যাম হাসপাতালে জন্ম হয়েছে নবজাতকের। শাবনূরের স্বামী অনিক এ খবর নিশ্চিত করেছেন।
আগেই জানা গিয়েছিলো ডিসেম্বরের দিকে মা হচ্ছেন বাংলা ছবির এ রোমান্টিক নায়িকা। এ নিয়ে গুজবও কম রটেনি। ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বিয়ের খবর গণমাধ্যমের কাছে গোপন করে রাখায় পরিস্থিতি তৈরি হয়।
শাবনূর ২০১১ সালের ৬ ডিসেম্বর গোপনে বিয়ে করেন সিডনি প্রবাসী অনিককে। কিন্তু বিয়ের বিষয়টি গোপন রাখেন শাবনূর। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে তার বাবা শাহজাহান চৌধুরী বিয়ের বিষয়টি মিডিয়ার কাছে স্বীকার করেন।
নতুন সংসারে নতুন অতিথির আগমনে শাবনূরের এখন তুমুল আনন্দের সময়।
উল্লেখ্য, নব্বই দশকের শুরুতে এহতেশাম পরিচালিত চাঁদনী রাতেছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন শাবনূর। তারপর জুটি বাঁধেন প্রয়াত সালমান শাহের সঙ্গে। আর তাতেই সফলতা আসে তার । কিন্তু হঠাৎ সালমানের চলে যাওয়াতে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে। সেই সংকট কাটিয়ে ওঠেন রিয়াজের সঙ্গে জুটি বেঁধে। পাশাপাশি ফেরদৌস, মান্না এমন কি হালের নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করেও সফল হন তিনি। সম্প্রতি মুটিয়ে যাওয়ার কারণে জনপ্রিয়তা হারান শাবনূর।
পুত্র সন্তানের মা হলেন শাবনূর
ফুটফুটে এক পুত্র সন্তানের মা হলেন শাবনূর। সিডনির ওব্যাম হাসপাতালে জন্ম হয়েছে নবজাতকের। শাবনূরের স্বামী অনিক এ খবর নিশ্চিত করেছেন।
আগেই জানা গিয়েছিলো ডিসেম্বরের দিকে মা হচ্ছেন বাংলা ছবির এ রোমান্টিক নায়িকা। এ নিয়ে গুজবও কম রটেনি। ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বিয়ের খবর গণমাধ্যমের কাছে গোপন করে রাখায় পরিস্থিতি তৈরি হয়।
শাবনূর ২০১১ সালের ৬ ডিসেম্বর গোপনে বিয়ে করেন সিডনি প্রবাসী অনিককে। কিন্তু বিয়ের বিষয়টি গোপন রাখেন শাবনূর। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে তার বাবা শাহজাহান চৌধুরী বিয়ের বিষয়টি মিডিয়ার কাছে স্বীকার করেন।
নতুন সংসারে নতুন অতিথির আগমনে শাবনূরের এখন তুমুল আনন্দের সময়।
উল্লেখ্য, নব্বই দশকের শুরুতে এহতেশাম পরিচালিত চাঁদনী রাতেছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন শাবনূর। তারপর জুটি বাঁধেন প্রয়াত সালমান শাহের সঙ্গে। আর তাতেই সফলতা আসে তার । কিন্তু হঠাৎ সালমানের চলে যাওয়াতে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে। সেই সংকট কাটিয়ে ওঠেন রিয়াজের সঙ্গে জুটি বেঁধে। পাশাপাশি ফেরদৌস, মান্না এমন কি হালের নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করেও সফল হন তিনি। সম্প্রতি মুটিয়ে যাওয়ার কারণে জনপ্রিয়তা হারান শাবনূর।