ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের রাইট বাতিল

Eastland_Insuranceইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব নাকচ করে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বিভিন্ন তথ্য চাওয়া হলেও কোম্পানি ক সাড়া না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানির পরিচালনা পরিষদ ২০১১ সালের মাচ মাসে বিদ্যমান তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। আর ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের জন্য প্রিমিয়াম নিধারণ করা হয়েছিল ২০ টাকা। প্রিমিয়ামসহ অফার মূল্য ছিল ৩০ টাকা (সে সময় কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থাকায় ঘোষিত অফার মূল্য ছিল ৩০০ টাকা।)

রোববার সিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,কোম্পানির রাইট শেয়ার ইস্যুর বিষয়ে বিভিন্ন তথ্য চেয়ে কয়েক দফা অনুরোধ জানানোর পরও তারা কোনো সাড়া দেয়নি। এভাবে অনিদিষ্টকাল একটি ইস্যু ঝুলিয়ে রাখা সম্ভব নয় বলে তাদের আবেদনটি বাতিল করা হল।