
আমিরের ধুম, শাহরুখ এক্সপ্রেস আর দীপিকার লীলায় মাত হয়েছে ২০১৩-র বলিউড বক্সঅফিস। আসছে নতুন বছর। নতুন উদ্যমে তৈরি বলিউড। অনেক ছবির নামও ঘোষনা করে ফেলেছে পরিচালকরা। তার মধ্যে রয়েছে হ্যাপি নিউ ইয়ার। কিন্তু দর্শকের উত্তেজনা-ছবির ইউএসপি-ছবিতে বাদশার লিড শাহরুখের বিপরীতে লেডি হচ্ছেন কে?
এবার শেষ হতে চলেছে দর্শকের সেই কৌতূহলের পালা। কারণ কারিনা, ক্যাটরিনা, অনুষ্কা পেরিয়ে নিজের হোম প্রোডাকশনের ছবির দীপিকাকেই বেছে নিয়েছেন শাহরুখ। ভারতের একটি গণমাধ্যমসংস্থায় এমন তথ্য জানানো হয়েছে।
হ্যাপি নিউ ইয়ারের পরিচালক ফারহা খান। তিনি জানান, চেন্নাই এক্সপ্রেসের দৌড় এখনও থামেনি। তার মধ্যেই সামনের বছর আবার পর্দায় শাহরুখ-দীপিকা জুটি। ওম শান্তি ওমের সেই ডেডলি কম্বো ফিরছে আবার। এই বছর চারটি সুপারহিটের পর দীপিকার জনপ্রিয়তা এখন তুঙ্গে। তাই হ্যাপি নিউ ইয়ারে তাঁর থেকে প্রত্যাশা প্রচুর।
ছবিটির প্রযোজনা করেছেন গৌরি খান । আসছে ২০১৪ সালের অক্টোবরে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলেও ওই সংস্থাটি জানায়।
এসআর/