রংপুরের কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত বর্ষিয়ান ফটো সাংবাদিক আফতাব আহমেদ এর খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তি ও সারাদেশে গণমাধ্যম কর্মীদের নিরাপত্বা নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর রিপোর্টার্স ক্লাব।
শুক্রবার সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সেক্রেটারী মোজাফফর হোসেন, যুগ্ম সম্পাদক শাহ বায়েজীদ আহম্মেদ, দপ্তর সম্পাদক তাজিদুল ইসলাম লাল, ক্রীড়া সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, কার্য নির্বাহী সদস্য অধ্যাপক মোজাফফর হোসেন, রবিউল ইসলাম দুখু, সিনিয়র সদস্য তৌহিদুল ইসলাম বাবলা প্রমুখ।
বক্তারা অবিলম্বে আফতাব আহমেদ হত্যাকান্ডের খুনিদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। মানববন্ধন শেষে প্রতিবাদ বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্ত্বরে মিলিত হয়।
সাকি/