ব্রাহ্মণবাড়িয়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত

  • Emad Buppy
  • December 28, 2013
  • Comments Off on ব্রাহ্মণবাড়িয়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত
bramonbaria

bramonbariaব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ঝলসে গেছে ইয়াছিন নামে ৮ বছরের এক শিশুর মুখ। শনিবার সকালে আখাউড়া পৌর শহরের তারাগন গ্রামে এ ঘটনা ঘটে। ককটেলে ওই শিশুর বাঁ চোখ এবং মুখের কিছু অংশ ঝলসে গেছে।

জানা যায়, ইয়াছিন তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং এলাকার রিকশাচালক মিলন মিয়ার ছেলে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে ইয়াছিন বাড়ির পাশ থেকে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে  এনে খেলতে থাকে। খেলার এক পর্যায়ে  সেটি বিস্ফোরিত হলে ইয়াছিন মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ আলম জানান, ককটেল জাতীয় কিছুর আঘাতে ওই শিশুর বাঁ চোখ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত।