
দিনাজপুর ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে আনা সাইকেলের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ আটক করেছে।
৪০ বিজিবির নায়েব সুবেদার মো. শাহাজুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলাধীন বিরামপুর থানাস্থ শিমুলতলী তেল পাম্প এর নিকট ওৎ পেতে থাকে। এ সময় একটি ট্রাক এর গতিরোধ করে। ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনা বেগতিক দেখে ট্রাক রেখে পালিয়ে যায়। ট্রাকটিতে তল্লাশী চালিয়ে বিজিবি সদস্যরা ১ লক্ষ ১ হাজার ৪ টি সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশসহ ট্রাকটি (যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৬-৩৬৯২) জব্দ করে। ট্রাকসহ আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ২৫ লক্ষ ৬৮ হাজার ২০০ শ টাকা।
অপর দিকে দিনাজপুর বিজিবি’র ৩ ব্যাটেলিয়ান টহলদল দিনাজপুর হিলি সিমান্তে অভিযান চালিয়ে ৩০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
গতবুধবার রাতে বিজিবি-৩ ব্যাটেলিয়ানের হাবিলদার হান্নানের নেতৃত্বে বিজিবি সদস্যরা হিলি সাতকুড় রেলঘুন্টি এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালের সময় বিজিবিকে দেখে এক ব্যক্তি তার পরনের জ্যাকেট খুলে পালিয়ে যায়। বিজিবি উদ্ধারকৃত জ্যাকেটে তল্লাশী চালিয়ে পিস্তলের তাজা ৩০ রাউন্ড গুলি উদ্ধার করে। বাসুদেবপুর বিজিবি-৩ ক্যাস্পের কসান্ডার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সাকি/