ঢাকা যাওয়ার পথে রাজশাহীতে ১৮ দলের ৩০ নেতাকর্মী আটক

18-dal-smগণতন্ত্রের অভিযাত্রায় যোগ দিতে ঢাকা আসার পথে ১৮ দলীয় জোটের ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে রাজশাহী বর্ণালীর মোড় থেকে তাদের আটক করা হয় ।

জানা যায়, ঢাকার কর্মসূচিতে যোগ দিতে ৩০ জন নেতাকর্মী দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি লোকাল মিনিবাসে রওনা হয়। পরে শনিবার দুপুর ২টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ মহানগরীর বর্ণালীর মোড়ে একটি মিনিবাসে তল্লাশী চালিয়ে তাদের আটক করে পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, আাটককৃতদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। তারা কী উদ্দেশ্যে ঢাকা যাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।