আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আজ

আওয়ামী লীগ

আওয়ামী লীগদশম জাতীয় সংসদ নির্বাচনের মাত্র সাতদিন আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী  ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুপুর তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ইশতেহার ঘোষণা করবে।

জানা গেছে,  ইশতেহারে দুটি পদ্মা সেতু নির্মানের প্রতিশ্রুতি, বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত ও নির্বাচন কমিশনকে আরও শক্তিশালি ও সংসদকে আরও কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে।