
হবিগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ সদস্য আবু লেইছ মোহাম্মদ মুবিন মারা গেছেন। শুক্রবার ভোর ৬টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগরস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও বাধ্যর্কজনিত রোগে ভুগছিলেন।
আজ শুক্রবার বাদ আসর হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে শায়েস্তানগর কবরাস্থানে তাকে দাফন করা হবে।
১৯৮২ সালে তিনি হবিগঞ্জ পৌর প্রসাশক হিসেবে নিযুক্ত হন। ২০০৫ সালে ২৭ জানুয়ারি আওয়ামী লীগের সাংসদ সদস্য শাহ এমএস কিবরিয়া গ্রেনেড হামলায় নিহত হলে ওই আসনের উপনির্বাচনে তিনি এমপি পদে নির্বাচিত হন।