রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহী

রাজশাহী ম্যাপআগামী ২৯ ডিসেম্বর ১৮ দলের ঢাকামুখী অভিযাত্রাকে ঘিরে নাশকতার আশংকায় রাজশাহী-ঢাকা রুটের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে থেকে ওই রুটের সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া সিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে ঢাকাগামী ট্রেন চলছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি জানান, ঢাকামুখী অভিযাত্রাকে ঘিরে নিরাপত্তার আশংকায় শুক্রবার সন্ধ্যা থেকে ঢাকামুখী সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে তিনি জানান। এদিকে, সিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে ঢাকাগামী ট্রেন চলছে।

সাকি/