
রকস্টার কনসোর্টিয়ামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গুগল। অন্যায়ভাবে পেটেন্ট ক্যাম্পেইন পরিচালনার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। সি নেট প্রকাশিত এক খবর থেকে এই তথ্য জানা গেছে।
রকস্টার কনসোর্টিয়াম অ্যাপল, মাইক্রোসফট, ব্ল্যাকবেরি, এরিকসন এবং সনির মালিকানাধীন পেটেন্ট নিবন্ধন কোম্পানি।
নর্থ ক্যালিফোর্নিয়ার এক আদালতে এই মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্ত কোম্পানিটি গুগলের এন্ড্রয়েড প্লাটফর্ম ব্যবহারে বাধা সৃষ্টি করছে এবং নেক্সাস ব্রান্ডের এন্ড্রয়েড ডিভাইসের বিক্রিকে হুমকির মুখে ফেলে দেয়ার পাঁয়তারা করছে।
আসুস, এইচটিসি, হাওয়াই, এলজি, স্যামসাং, জেডটিই এবং প্যানটেক ব্রান্ডের পণ্যে গুগলের এন্ড্রয়েড ওএস ব্যবহার করা হয়।
উল্লেখ্য, নরটেল নেটওয়ার্কের স্বত্ত কেনা নিয়ে গুগল এবং রকস্টারের মধ্যে দ্বন্ধ শুরু হয়। ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে গুগলকে ডিঙিয়ে নরটেল কিনে নেয় রকস্টার।
গত অক্টোবরে রকস্টার গুগলের বিরুদ্ধে পেটেন্ট সম্পর্কিত একটি মামলা দায়ের করেছিল। তাই গুগলের মামলাকে রকস্টারের মামলার পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে।