
জয়পুরহাটে পৃথক অভিযান চালিয়ে জেলার চারটি উপজেলা থেকে ১৮ দলের ১৪ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। পুলিশ সুপার হামিদুল আলমের নেতৃত্বে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান চলে। এই অভিযানে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেন ।
জেলা পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে, এ অভিযানে জেলার জয়পুরহাট সদর উপজেলা থেকে ৫ জন, পাঁচবিবি থেকে ৩ জন, আক্কেলপুর থেকে ৪ জন ও কালাই উপজেলা থেকে ২ জনকে আটক করা হয় । আটককৃতদের মধ্যে বিএনপির ২ জন, জামায়াতের ১০ জন ও ছাত্র শিবিরের ২ জন নেতাকর্মী রয়েছে।
পুলিশের দাবি, এরা জেলায় ১৮ দলের হরতাল-অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রেললাইন উৎপাটন-গাড়ি, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপসহ বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত ছিল ।
কেএফ