মূল্য বৃদ্ধির শীর্ষে আর্থিক খাত

dse

dseদীর্ঘ বিরতির পর ফের দাপট দেখিয়েছে আর্থিক খাতের শেয়ার। উঠে এসেছে মূল্য বৃদ্ধির শীর্ষ তালিকায়। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৯ টিই ছিল আর্থিক খাতের। এদের মধ্যে একটি ছিল ব্যাংক, ছয়টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও দুটি বিমা কোম্পানি। এদের শেয়ারের দাম বেড়েছে সর্বনিম্ন সাত শতাংশ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত।

বিশ্লেষকদের মতে, গত কিছু দিন ধরে বাজারে বস্ত্র, প্রকৌশলসহ বিভিন্ন খাতের শেয়ারের দাম অনেক বেড়েছে। কোনো কোনোটির মূল্য বৃদ্ধি স্বাভাবিকতাকে ছাড়িয়ে গেছে। বেড়ে গেছে মূল্য-আয় অনুপাত। এসব শেয়ারে এখন মূল্য সংশোধন হচ্ছে। ফলে বিনিয়োগকারীরা তুলনামূলক কম মূল্য-আয় অনুপাতের শেয়ার খুঁজছেন। আর্থিক খাতের অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কম থাকায় গত সপ্তাহে অনেকেই এসব শেয়ারে ঝুঁকেছেন।

গত সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি দাম বেড়েছ বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের। এক সপ্তাহে এ শেয়ারের দাম বেড়েছে ২৪ দশিমক ৯২ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়ার শেয়ারের দাম ২২ দশমিক ২২ শতাংশ বেড়েছে। ইউনিয়ন ক্যাপিচালের শেয়ারের দাম বেড়েছে ১০ দশমিক ৯৬ শতাংশ।  বাকী কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের দাম ৯ দশমিক ২১ শতাংশ,  প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ২১ শতাংশ,  জিএসপি ফিনান্স কোম্পানির ৭ দশমিক ৯৯ শতাংশ,  ইউনাইটেড লিজিংয়ের  ৭ দশমিক ৮০ শতাংশ,  ইসলামিক ফিন্যান্সের ৭ দশমিক ৭৪ শতাংশ,  গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৬১ শতাংশ এবং কোহিনুর ক্যামিকেলসের শেয়ারের দাম ৭ শতাংশ বেড়েছে।