মাদারীপুরে দর্জিবাড়ি সপিং সেন্টারের উদ্বোধন

  • Emad Buppy
  • December 27, 2013
  • Comments Off on মাদারীপুরে দর্জিবাড়ি সপিং সেন্টারের উদ্বোধন
madaripur

madaripurমাদারীপুর জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজারের কাজীর মোড় এলাকায় শুক্রবার সকালে দর্জি বাড়ি সপিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক জি.এস.এম জাফরউল্লাহ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম বাচ্চু ভূঁইয়া, আলহাজ্ব আব্দুল আলী শিকদার, সাবেক চেয়ারম্যান জব্বার খান, এডভোকেট জাফর আলী মিয়া, দর্জি বাড়ির কর্ণধার ওয়াহিদুল ইসলাম ও শামীমা নাসরিন, মো. মামুন উর রশিদ মামুন প্রমুখ।