
রোববারের গণজমায়েত ঠেকাতে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনাসহ দক্ষিণাঞ্চলের সব রুটের ঢাকা অভিমুখী লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে ঢাকা থেকে স্বল্প সংখ্যক লঞ্চ ছেড়ে যাবে এ অঞ্চলগুলোতে।
শুক্রবার দক্ষিণ অঞ্চলের সব জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর বিকেল থেকে ঢাকা অভিমুখে সব ধরনের লঞ্চের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ।
ঢাকা অভিমুখে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। যারা কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত নয় তারাও তাদের প্রয়োজনীয় কাজ সারতে বাহিরে বের হওয়ার পরিবর্তে গৃহবন্দি।আর সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসায় বিরোধীদলের ডাকা টানা অবরোধেও স্বাভাবিক থাকা লঞ্চ চালানো বন্ধ রাখতে হচ্ছে কর্তৃপক্ষকে।
ভোলা রুটের গ্লোরী অব শ্রীনগর লঞ্চের এক কর্মকর্তা জানান, আমরা গতকাল ঢাকা থেকে ভোলায় এসেছি। আজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু বিআইডব্লিউ থেকে ফোন করে লঞ্চ ছাড়তে নিষেধ করে দেওয়া হয়েছে। অনেক লোক লঞ্চ ঘাট এসে অপেক্ষা করছে আবার অনেকে ফিরে যাচ্ছে।
এইউ নয়ন