পিরানহার আক্রমণে আহত ৬০

Piranhaপিরানহা মাছের আক্রমণে কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। আর্জেন্টিনার রোজারিও শহরের পারানা নদীতে গোসল করার সময় পিরানহা আক্রমণ করে বলে জানা গেছে। খবর আল জাজিরার।

রাজধানী বুয়েন্স আইরেস থেকে ৩০০ কিমি দূরে অবস্থিত এই নদীতে দাবদাহের হাত থেকে বাঁচার জন্য হাজার হাজার মানুষ গোসল করতে নামে। এই সময় এক ঝাঁক পিরানহা মাছ তাদের উপর আক্রমণ করে। এতে সাত বছর বয়সী এক বালিকা তার পায়ের একটি আঙুল হারায়। অন্যান্যরা তাদের শরীরের নিন্মাংশে আঘাতের শিকার হয়।

আক্রমণকারী পিরানহা প্রজাতির স্থানীয় নাম পালোমেটস।
আর্জেন্টিনার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এই ধরনের আক্রমণ অস্বাভাবিক।
রোজারিও শহরের জরুরি সেবার পরিচালক ফেডরিকো কর্নিয়ার বলেন, একটা কামড় বা আঘাতের ঘটনা সচরাচর ঘটে থাকে, কিন্তু এক ঝাঁকের আক্রমণ অস্বাভাবিক।
দাঁতাল পিরানহা মাসাংশী মাছের মধ্যে অন্যতম ভয়ংকর। দক্ষিণ আমেরিকার নদীগুলোতে এই মাছের বসবাস। ২০১১ সালে বলিভিয়াতে পিরানহার আক্রমণে একজন নিহত হয়েছিল।