
পৌষ মাসের হাড়কাঁপানো শীতে নওগাঁ’র মানুষের জুবুথুবু অবস্থা। গত ক’দিন ধরে চলছে শৈত্যপ্রবাহ। সুর্য্যের দেখা মিলছেনা বেলা ১২টার আগে। ১২টার পর উকি দিয়ে যেটুকু তাপ ছড়াচ্ছে তা গায়ে লাগছেনা শীতার্ত মানুষদের।
এরই মাঝে উত্তর পশ্চিমের হিমেল হাওয়া শীতের মাত্রাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তৈরী পোষাকের দোকানগুলোতে সামর্থবান মানুষদের বেড়েছে শীতবস্ত্র কেনাকাটার ভিড়। মধ্যম আয়ের এবং দরিদ্র মানুষদের অবলম্বন পুরাতন শীতবস্ত্রের ফুটপাতের দোকানগুলো। এ দোকানগুলোতেও বেড়েছে ভিড়। সরকারী ভাবে কিংবা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের চিত্র নজরে পড়ছেনা এখনও। শীতার্ত মানুষদের রক্ষা করতে এখনই সকলে এগিয়ে আসা প্রয়োজন।
সাকি/