
নির্বাচনে জামায়াত অংশ নিতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে আসেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালত জামায়াতকে সন্ত্রাসী ও জঙ্গী সংগঠন বলেছে। এবং তাদের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছে। আর সে কারণে তারা আগামি নির্বাচনে অংশ নিতে পারবে না। আর এ কারণে বিএনপি জামায়াতকে ছাড়া নির্বাচনে আসতে চাচ্ছে না।
তিনি বলেন, আগামি নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিবে। এই নৌকা মার্কা জনগণের ইতিহাসের অংশ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে নৌকা মার্কা জড়িত। এ মার্কাই জনগণের ভোটের স্বাধিকার ফিরিয়ে এনেছে। জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে।