
অবৈধ পথে মালয়েশিয়াগামী ৫৪ জন বাংলাদেশীকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি সাইক্লোন শেল্টার থেকে উদ্ধার করেছে পুলিশ্। শুক্রবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে জেলার রায়পুরা ইউনিয়নের মালিপাড়ার একটি সাইক্লোন শেল্টার থেকে তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলার ওসি হুমায়ন কবির ।
হুমায়ন কবির জনান, দালানচক্রের ফাঁদে পরে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে তাদের এই সাইক্লোন শেন্টারে জড়ো করা হয়। রাতে স্থানীয় জনগন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে তাদের উদ্ধার করা হয় । তবে এসময় দালানচক্রের কাওকে আটক করতে পারেনি বলে জানান তিনি।
উদ্ধারকৃতদের মধ্যে জামালপুর নরসিংদী, মাদারিপুরের বিভিন্ন জেলার লোকজন রয়েছে বলে জানা গেছে।