
এখন থেকে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীকে ব্যক্তিগত আয় ও জীবিকার বিবরণ দিতে হবে না। শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য কেওয়াইসি (নো ইওর কাস্টমার) পদ্ধতি আরও সহজ করছে ভারত। শেয়ার বাজারে আরও বিনিয়োগকারী টানতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়া, ফিনান্সিয়াল ক্রনিক ও নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।
বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে নিয়ামক সংস্থা এসবিআই বলেছে, মোট বার্ষিক আয়, জীবিকা, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং আবেদনকারী রাজনৈতিক ব্যক্তি কিনা, এ সব তথ্য আর কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সিতে (কেআরএ) দিতে হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসবিআই’র সিদ্ধান্ত অনুসারে, মোট আয় সংক্রান্ত তথ্য, জীবিকা, স্থায়ী ঠিকানার প্রমাণ এবং বিনিয়োগকারী রাজনৈতিক ব্যক্তিত্ব কিনা সে সংক্রান্ত তথ্য এখন আবেদপত্রের প্রথম অংশ থেকে সরিয়ে দ্বিতীয় অংশে আনা হচ্ছে।
পুরো আর্থিক ক্ষেত্রের জন্য অভিন্ন কেওয়াইসি চালু করার সুপারিশ করেছিল বেশ কয়েকটি সংস্থা। তার ভিত্তিতেই এসবিআই এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।