আবারও বিয়ে করবেন হৃতিক !

Hrithik Roshanসুজানের সাথে ছাড়াছাড়ি হওয়ার দিন পনেরও গত হয়নি। এরই মধ্যে শোনা যাচ্ছে, আবারও বিয়ে করবেন হৃতিক। এই শোনা দাবি হৃতিকের নয়; দাবি এক জ্যোতিষীর। বেজান দারুওয়ালা নামের এই জ্যোতিষীর মতে, আগামী ২০১৫ সালেই আবার বিয়ে পিঁড়িতে বসবেন হৃতিক। তার কুষ্ঠীতে নাকি সেরকমই লেখা আছে। একেই বলে বোধ হয়, ‘যার বিয়ে তার খবর নাই, পাড়া-পড়শির ঘুম নাই।’

ভক্ত-শুভাকাংখীরা তো বটেই; দুজনের পরিবারও এখনো আশা করে আছেন, আবারও একই ছাদের নিচে জড়ো হবেন হৃতিক-সুজানে। বিশেষ করে সুজানের পরিবার খুব করে চাইছে, দুজনের সম্পর্ক জোড়া লাগাতে।

গত সপ্তাহেই ছেলেদের স্কুলের অ্যানুয়াল ফাংশানে একসঙ্গে দেখা গিয়েছিলো দুজনকে। এক সন্ধ্যা পাশাপাশিও ছিলেন দুজন। যদিও আনুষ্ঠানিক কথা-বার্তা ছাড়া বাড়তি একটা কথাও হয়নি দুজনের মধ্যে।

জানা গেছে, আপাতত অন্ধেরিতে সুজানের সঙ্গেই থাকবে রেহান ও রিধান। পালাজোতে মাঝে মাঝে হৃতিকের কাছে যাবে তারা।