রাজশাহীতে ১৮ দলীয় জোটের ৩৫ নেতাকর্মী আটক

  • Emad Buppy
  • December 26, 2013
  • Comments Off on রাজশাহীতে ১৮ দলীয় জোটের ৩৫ নেতাকর্মী আটক
রাজশাহী

রাজশাহী ম্যাপরাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ দলীয় জোটের ৩৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এসব অভিযান চলে।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, দুপুর দেড়টার দিকে মহানগরীর সিটি কলেজ থেকে ২২ জন, বেলা সাড়ে ১১টায় সাহেববাজার থেকে পাঁচ জন, সকাল নয়টায় সোনাদীঘি মোড় থেকে তিনজন এবং ভদ্রার মোড় থেকে পাঁচজনকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসা চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আটককৃতদের নাম ও সাংগঠনিক পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ওসি।

এআর