বক্সিং ডে টেস্টের উদ্বোধনী দিনে কেভিন পিটারসেনের লড়াই সত্ত্বেও আধিপত্য বিস্তার করছে অস্ট্রেলিয়া।সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে সংগ্রহ করেছে ৬ উইকেটে ২২৬ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস ২২৬/৬ (পিটারসেন ব্যাটিং ৬৭, কারবেরি ৩৮)
বৃহস্পতিবার সকালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বেশ ভাল সূচনাও করে ইংলিশরা। উদ্বোধনী জুটিতে ৪৮ রান সংগ্রহের পর অধিনায়ক অ্যালিস্টার কুক ২৭ রান করে পিটার সিডলের বলে আউট হন।দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার মাইকেল কারবেরি এবং ওয়ান ডাউনে নামা জো রুট ভালোই ব্যাট করেন।কিন্তু দলীয় ৯৬ রানে ৬ বাউন্ডারিতে ৩৮ রান করা কারবেরি এবং ১০৬ রানে ২৪ রান করা জো রুট ফিরে গেলে কিছুটা চাপের মুখে পড়ে ইংল্যান্ড। এ অবস্থায় পিটারসেনকে কার্যকর সঙ্গ দেন ইয়ান বেল। চতুর্থ উইকেট জুটিতে ৬৭ রান সংগ্রহের পর বেল ২৭ রানে রায়ান হ্যারিসের বলে কট বিহাইন্ড হন। আগের টেস্টের সেঞ্চুরিয়ান বেন স্টোকস দ্রুত গতিতে ১৪ এবং উইকেটরক্ষক জনি বেয়ারস্টো ১০ রান করে দিনের শেষ ভাগে ফিরে গেলেও পিটারসেন এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান।দিনশেষে ১৫২ বলের মোকাবেলায় ৪ বাউন্ডারি এবং ১ ছক্কায় ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি।
স্বাগতিকদের পক্ষে রায়ান হ্যারিস ৩২ রানে এবং মিচেল জনসন ৫৯ রানে দুটি করে উইকেট শিকার করেন।
এইউ নয়ন