
দুদকের দায়ের করা একটি মামলা থেকে অব্যাহতি পেলেন এলডিপি নেতা কর্নেল (অব) অলি আহমেদ। সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। আজ সকালে ঢাকা ২ নম্বর জজ মোহাম্মদ মোজাম্মেল হোসেন অব্যাহতির এ আদেশ দেন।
কর্নেল অলিকে বৃহস্পতিবার সকালে অভিযোগ গঠনের আবেদন নাকচ করে মামলা থেকে এই অব্যাহতির আদেশ দেন বিচারক মোহাম্মদ মোজাম্মেল হোসেন।