
হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত থেকে দেড় কোটি টাকা মুল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় যৌনউত্তেজক ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছেন বিজিবি-৩। মঙ্গলবার সকাল ৮ টায় সীমান্তের ২৮৫ মেইন পিলারের ২৩ সাবপিলারের ২৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে ফকিরপাড়া থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করেন বিজিবি হিলি সিপি ক্যাম্পের সদস্যরা।
উদ্ধারকৃত ট্যাবলেটগুলো, ভারতীয় যৌনউত্তেজক টার্গেট ট্যাবলেট ৪৭ হাজার পিস এবং নেশাজাতীয় ট্যাবলেট ক্লোফিমল ৫১ হাজার ৬ শত পিস।
বিজিবি-৩ হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কোমান্ডার সুবেদার আতাহার আলী জানান, সকালে হাবিলদার গোলাম রব্বানীর নেতৃত্বে ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ফকিরপাড়ায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ট্যাবলেটগুলো উদ্ধার করেন। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫১ লাখ ৩২ হাজার টাকা। পরে সেগুলো হিলি শুল্ক গুদামে সিজার লিষ্টের মাধ্যমে জমা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।
এআর