সীতাকুণ্ডে যৌথবাহিনীর অভিযানে আটক ২০ শিবিরকর্মী

  • Emad Buppy
  • December 25, 2013
  • Comments Off on সীতাকুণ্ডে যৌথবাহিনীর অভিযানে আটক ২০ শিবিরকর্মী

jaotho-bahinaচট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে ২০ জন শিবিরকর্মী আটক করেছে যৌথবাহিনী।  মঙ্গলবার রাতে বিজিবির নেতৃত্বে এদের গ্রেপ্তার করা হয়। সম্প্রতি সময়ে মহাসড়কে নাশকতায় জড়িতদের ধরতে যৌথ বাহিনী এ অভিযান চালায়। এ অভিযানে র‌্যাব, আনসার ও পুলিশ অংশ নেয়।

আটককৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন, ২৮ ব্যাটালিয়ন বিজিবির অপারেশন অফিসার মেজর ওয়ালিদ ।

মেজর ওয়ালিদ বলেন, সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ঘাঁটি হিসেবে ব্যবহার করে। তাই তার আশপাশ এলাকা যেমন বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া এলাকায় একযুগে অভিযান চালিয়ে ২০ জন শিবিরের সদস্যকে আটক করা হয়েছে। মহাসড়কে নাশকতার সঙ্গে তারা জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত সোমবার রাতভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গরুর গাড়িতে ও আসবাবপত্র দোকান ও কারখানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় সাতটি গরুসহ এক কোটি টাকার আসবাবপত্র আগুনে পুড়ে যায়।

কেএফ /এআর