রংপুরে অভিযানে ১৮দলের ৯ নেতাকর্মী গ্রেফতার

18party

18partyমঙ্গলবার দুপুর থেকে বুধবার রাত পর্যন্ত রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আঠারো দলীয় জোটের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রংপুর পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ মাজেদুল ইসলাম জানান,  জেলার বিভিন্নস্থান থেকে ৯ জামায়াত শিবির কর্মী গ্রেফতার হয়েছে।

এরমধ্যে কোতয়ালীতে থেকে আখতারুল, খাদেমুল, গোলাম রব্বাণী, আব্দুর রহিম, কামরুজ্জামান নামের ৫ জামায়াত শিবির কর্মী এবং ইমরান নামের ১  বিএনপি কর্মী, মিঠাপুকুর থেকে বিএনপি কর্মী সোহেল রানা, শাহ আলম এবং পীরগাছা থেকে বিএনপি কর্মী  আব্দুল জব্বারকে গ্রেফতার করেছে।

জেলা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাকি/