ভৈরবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Bhairab Pic (4)আজ বুধবার ভৈরবের জগন্নাথপুরে মহান বিজয় দিবস উপলক্ষে সহস্রাধিক গরীব রোগীকে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সমাজ কল্যাণ সংস্থা নামের একটি যুবসংগঠন।

সকাল ১০টা থেকে দিনব্যাপী চলা ওই চিকিৎসা সেবা কার্যক্রমে মেডিসিন, মা ও শিশু, চক্ষু, নাক-কান-গলা, ডায়াবেটিস ও অর্থোপেটিক রোগে অভিজ্ঞ ৮জন চিকিৎসকসহ প্যাথলজি বিভাগের কর্মীরা অংশ নেন।

এ উপলক্ষে দুপুর ১২টার দিকে সংগঠন চত্বরে সংস্থার সভাপতি মো. জরিপ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমদ।

বিশেষ অতিথি হাজী আসমত অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে মোবারক আলী, পৌরসভার মহিলা কাউন্সিলর মিসেস রোজী ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন টিপু। আলোচনা শেষে অতিথিবৃন্দ চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।

কেএফ/