বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের সময় দলীয় নেতাকর্মী হত্যা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট।
বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে।
বিবৃতিতে বলা হয়, ১৮ দলীয় ডাকা অবরোধের সময় সরকারী পেটোয়া বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বেপোরায়া তাণ্ডবে ১৮ দলীয় জোটের যে সব নেতা কর্মী নিহত, আহত ও গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে ১৮ দলীয় জোটের উদ্যোগে সারদেশে প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সফল করতে বিএনপির সকল অঙ্গসংগঠন ও জোটের কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।