আজ সন্ধ্যায় মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা ৬ টায় গুলশানস্থ বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে বেগম জিয়া নতুন রাজনৈতিক কর্মসূচি কর্মসূচি ঘোষণা করতে পারেন। এছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান দেশবাসীর সম্মুখে তুলে ধরবেন।
প্রসঙ্গত, নির্বাচন স্থগিত, ঘোষিত তফসিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে পঞ্চম দফায় সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি গত শনিবার সকাল ৬টায় শুরু হয়েছে, যা শেষ আজ মঙ্গলবার বিকেল ৫টায়। এরপরই এই সংবাদ সম্মেলন করবেন দলটির চেয়ারপার্সন।
এমআর/