শিশুদের দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের খেলা বন্ধ করতে হবে

  • Emad Buppy
  • December 24, 2013
  • Comments Off on শিশুদের দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের খেলা বন্ধ করতে হবে

FARUK Rangpur Photo(1)(Songlap)24-12-13jpgসমাজের সুবিধা বঞ্চিত শিশুদের টাকার প্রলোভন দেখিয়ে এক শ্রেণির প্রভাবশালী রাজনৈতিক নেতারা ফায়দা হাসিল করছে বলে অভিযোগ করেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। তিনি বলেন, শিশুদের দিয়ে ফায়দা হাসিলের খেলা বন্ধ করতে হবে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সভাকক্ষে শিশুদের সঙ্গে দায়িত্ববাহকদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দিলোয়ার বখত বলেন, সরকার যে কোনো আন্দোলনে শিশুদের ব্যবহার বন্ধে বদ্ধপরিকর। শিশুনীতিমালার আলোকে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা শিশুদের নিরাপদ জীবন নিশ্চিতকরণের লক্ষ্যে রংপুর বিভাগে কাজ করছে বলে তিনি জানান।

ন্যাশনাল চিলড্রেন ট্যাস্কফোর্স ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ।

শিশু সংগঠন এনসিটিএফর সমন্বয়ক সাদিকা নওরীন বলেন, ভারতীয় সীমান্ত রক্ষীদের হামলা, রাজনৈতিক সহিংসতা, পারিবারিক কলহ, মুক্তিপণ, সন্ত্রাস, শত্রুতা, ডাকাতি, পরকীয়া, ধর্ষণের প্রতিবন্ধকতা, যৌতুক ও ইভটিজিংয়ের কারণে ২০১২ সালে দেশের বিভিন্নস্থানে ৪১৪জন শিশু খুন হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাহেদুল ইসলাম, সিভিল সার্জন ডা. রেজাউল করিম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, এনসিটিএফর সদস্য সাদিকা নওরীন প্রমুখ। সংলাপে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএফ /এআর