বড় পর্দার ফোন আনছে আ্যপল

appleনতুন বছরে নতুন প্রযুক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের টেকজায়ান্ট কোম্পানি অ্যাপল এবার বের করতে যাচ্ছে বড় স্ক্রিনের নতুন ধরণের আইফোন ও আইপ্যাড। আগামি বছরের মে মাসে এটি বাজারে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অ্যাপলের সিইও টিম কুক। মঙ্গলবার দি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুক বলেন, ২০১৪ সাল আসতে আর কয়েকটা দিন বাকি। নতুন এই প্রযুক্তিটি গ্রাহকেদের কাছে পৌছাতে এই বছরটি অনেক বড় সময়।

তিনি আরও বলেন, চিনের টেকনোলজি ওয়েবসাইট ‘ডিজিটাইমস’ চলতি বছরে অ্যাপলের যে গেজেট প্রকাশ করেছে। তাতে এই বড় স্ক্রিন বিশিষ্ট আইফোন অন্তর্ভুক্ত রয়েছে। তাইওয়ানের সেমিকনডাকটর ম্যানুফ্যাক্চারিং কোম্পানি(টিএসএমসি)’র তৈরি এই মডেলের আইফোন ও আইপ্যাডে রয়েছে ২০ এনএম এর চিপসেট।

অনেকদিন ধরে গুজব উঠেছে অ্যাপল ৪.৭ ইঞ্চি ডিসপ্লে এবং ৬ ইঞ্চি প্যানেলের দুইটি বড় পর্দার আইফোন বের করছে। এবার তা সত্যি হতে যাচ্ছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, আগামি বছরের অক্টোবর মাসে কোম্পানিটি ১২.৯ অথবা ১৩.৩ ইঞ্চির ডিসপ্লে বিশিষ্ট বড় স্ক্রিনের এই আইপ্যাড বাজারে আনবে।

আপকামিং এই ট্যাবলেট তৈরির জন্য অ্যাপল তাইওয়ানের কোয়ান্টা কম্পিউটারের সাথে কাজ করে যাচ্ছে। আগের ১১ইঞ্চির ম্যাকবুক এয়ারের পরিবর্তে এই আইপ্যাড বাজারে আনবে অ্যাপল।