
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ নিজের ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। তার ব্যক্তিগত সহকারী (পিএস) মোঃ তারিক উল ইসলাম টুটুলের মাধ্যমে এ চিঠি সিইসির কাছে পাঠানো হয়।
মঙ্গলবার দুপুরে মোঃ তারিক উল ইসলাম টুটুল প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ চিঠি পৌঁছে দেন।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়ে তিনি উদ্বিগ্ন। তাই বিধি মোতাবেক নিরাপত্তা দিতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন তিনি।
চিঠি প্রদান শেষে হানিফের ব্যক্তিগত সহকারি টুটুল বলেন, ‘নির্বাচনের সময় লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়ার কারণে এবং নাশকতাকারীদের আক্রমনের লক্ষ্য বস্তুতে পরিণত হওয়ার আশঙ্কায় নিরাপত্তা চেয়েছেন তিনি।
উল্লেখ্য, মাহবুব-উল আলম হানিফ কুষ্টিয়া ৩ আসন থেকে নির্বাচন করে থাকেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
কেএফ/এআর