
মাদারীপুরের কালকিনির আড়িয়াল খা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মঙ্গলবার দুপুরে ড্রেজার মেশিনের পাইপ কেটে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কালকিনির সাহেবরামপুর ইউনিয়নের চরসাহেবরাম এলাকার আড়িয়াল খা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একই ইউনিয়নের ক্রোকিরচরের একটি খাল ভরাট করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায় সংশ্লিষ্টরা। এসময় কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলে আজীমের নেতৃত্বে ড্রেজারের পাইপ গুলো কেটে ফেলা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলে আজীম ঘটনা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাইপগুলো কেটে ফেলা হয়েছে।
সাকি/