পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালি লাইফ ইনসুরেন্সের অগ্রাধিকারমূলক শেয়ার বা রাইট আবেদনের তারিখ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী আগামি ৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত শেয়ারহোল্ডাররা রাইটের জন্য আবেদন করতে পারবে। এর জন্য কোম্পানিটির রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জানুয়ারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ১:১ অনুপাতে (১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি) রাইট শেয়ার ছাড়বে। এ জন্য ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের ইস্যু মুল্য ধরা হয়েছে ৩০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি মোট এক কোটি ২০ লাখ আট হাজার ৩০৪টি সাধারণ শেয়ার ছাড়বে। এর মাধ্যমে কোম্পানিটি ৩৬ কোটি ২ লাখ ৪৯ হাজার ১২০ টাকা সংগ্রহ করবে।
রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি আর্থিক ভীত শক্তিশালী করার পাশাপাশি ২০১০ সালের বিমা আইন অনুযায়ী পরিশোধিত মূলধনী শর্ত পূরণ করবে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৩তম সভায় রাইট ছাড়ার অনুমোদন দেওয়া হয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস ২০০৬ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর ২সিসি ধারার শর্ত পূরণ করায় এ কোম্পানির রাইট অনুমোদন দেওয়া হয়।
সূত্রে আরও জানা যায়, কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির শেয়ারগুলোর মধ্যে ৪৭ দশমিক ৮১ শতাংশ রয়েছে পরিচালকদের, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে তিন দশমিক ৯৮ শতাংশ এবং ৪৮ দশমিক ২১ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
এমআরবি/জিইউ