রাজশাহীতে সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

RU

Rajshahi krishi mathday. 23.Dec.13রাজশাহীতে পদ্মার চরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে বীজ উৎপাদন প্রকল্পের আওতায় সরিষা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে রাজশাহীর খিদিরপুর পদ্মার চরে জারজিস আলীসহ কয়েকজন কৃষকের  লীজ নেয়া ৬০ বিঘা জমিতে সরিষার মাঠ পরির্দশন করেন স্থানীয় কৃষক, কৃষিবিদ, গবেষক ও কর্মকর্তাগণ।

এ সময় উপস্থিত ছিলেন, বিএডিসি’র রাজশাহী বিভাগের যুগ্ম পরিচালক, মো. আরিফ হোসেন খান, উপ-পরিচালক আবুল কালাম সামসুদ্দিন, ডাল ও তৈল বীজ এর  সিনিয়র সহকারি পরিচালক জাকির হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সহকারি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহম্মেদ ও রাজশাহী কৃষি গবেষনা পরিষদের সম্পাদক আবু সালে মো. ফাত্তাহ ।

উল্লেখ্য, এই চরে ৬০ বিঘা জমিতে সরিষা চাষাবাদের পাশাপাশি বেঙ্গল হানীর মৌ চাষের মাধ্যমে মধু আহরন প্রকল্প থাকায়  অনেক কৃষক  লাভবান হচ্ছে।

সাকি/