
ইতালির এক হেঁয়ালি বাবা তার মৃত ছেলের ছাই দিয়ে তৈরি করলেন স্মারক হীরা। সন্তানের দেহাবশেষ দিয়ে হীরক খন্ড তৈরির ঘটনা পৃথিবীর ইতিহাসে এই প্রথম। খবর ইন্ডিয়ান টাইমসের।
২০ বছর বয়সী ছেলেটি এই বছরের শুরুর দিকে গাড়ি দুর্ঘটনায় নিহত হলে নিজ শহর ট্রিভুসোতে তাকে কবর দেয়া হয়। পরে তার বাবা কবর খুড়ে লাশ পুড়িয়ে ছাই সংগ্রহ করেন। পরে সেই ছাই দিয়ে হীরা তৈরির জন্য পাঠান সুইজারল্যান্ডে। সম্প্রতি তাকে প্রস্তুতকৃত হীরা সরবরাহ করা হয়।
দেহাবশেষ পোড়ানোর পর প্রাপ্ত ছাই পরিশোধনের মাধ্যমে বিশুদ্ধ কার্বন সংগ্রহ করা হয়। সেই কার্বনকে নির্দিষ্ট প্রকোষ্ঠে আগ্নেয়গিরির সমপর্যায়ের তাপ এবং চাপের মাধ্যমে হীরায় রুপান্তরিত করা হয়।
এই প্রক্রিয়ায় স্মারক হীরা তৈরি করতে প্রায় ১৮ হাজার মার্কিন ডলার খরচ পড়ে।