
ভৈরবের ৪নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক শারফিন উদ্দিন নয়ন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে ভৈরব শহরের আমলাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, সাম্প্রতিক সময়ে বিরোধীদলের ডাকা হরতাল-অবরোধ চলাকালে সংগঠিত বিভিন্ন নাশকতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত তিনি।
এদিকে আজ সকাল থেকে ভৈরব বাসটার্মিনাল থেকে পুলিশ প্রহরায় বিআরটিসি বাস রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ছেঁড়ে যাচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী (বিজিবি) সদস্যদের টহল দিতে দেখা গেছে।