চিন হতে পারে অ্যাপলের আয়ের সবচেয়ে বড় উৎস : কুক

  • Emad Buppy
  • December 23, 2013
  • Comments Off on চিন হতে পারে অ্যাপলের আয়ের সবচেয়ে বড় উৎস : কুক

1491233_630119340379571_141123489_nচিনের  মোবাইল বাজারে  আইফোন আনতে একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট কোম্পানি অ্যাপল। অ্যাপলের প্রধান নির্বাহী  টিম কুক বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানিয়েছেন।

চিন অ্যাপলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার উল্লেখ করে তিনি জানান, চিনের সাথে আমাদের পার্টনারশিপ দেশটির মোবাইল বাজারে আইফোন আনার সুযোগ করে দিবে।

তিনি আরও জানান,  এর মাধ্যমে অ্যাপলের মার্কেট শেয়ার বৃদ্ধি পাবে বলে আশা করছে তারা। চিনে ৭৬০ মিলিয়নেরও বেশি মোবাইল গ্রাহক রয়েছে।

তাছাড়া  চিনের বাজারে অ্যাপলের স্মার্টফোনের বিক্রিও অনেক গুণ বেড়ে গেছে। তবে এ জন্য প্রতিযোগিতার বাজারে এই জায়ান্টকে অনেক সংগ্রাম করতে হয়েছে।
কুক বলেন, এই বছরের শুরুর দিকে  উত্তর আমেরিকার স্থলে চিন হতে পারে অ্যাপলের আয়ের সবচেয়ে বড় উৎস।

এসআর/এআর