নৈশ প্রহরীকে হত্যা করে ৬৬ লাখ টাকা লুট

  • Emad Buppy
  • December 22, 2013
  • Comments Off on নৈশ প্রহরীকে হত্যা করে ৬৬ লাখ টাকা লুট
Joypurhat

Joypurhat__Districtজয়পুরহাটের ধানমন্ডি এলাকায় ব্রিটিশ-আমেরিকান টোবাকো কোম্পানির সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নৈশ প্রহরীকে শাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই সময়ে অফিসের সুরক্ষিত গোডাউনের সিন্দুকের ভল্ট ভেঙে নগদ ৬৬ লাখ টাকা লুট করে তারা। নিহতের বাড়ি জয়পুরহাট পৌর এলাকার মাদারগঞ্জ মহল্লায়।

শনিবার রাত ১২টার পর এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

জয়পুরহাট শহরের ধানমণ্ডি এলাকায় ৫তলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত ব্রিটিশ-আমেরিকান টোবাকো কোম্পানির সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অফিসে ঢুকে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। এই সময়ে তারা নৈশ প্রহরী আবুল কালাম আজাদকে গলায় ফাঁস দিয়ে শাসরোধ করে হত্যা করে এবং অফিসের সিন্দুকের ভল্ট ভেঙে নগদ ৬৬ লাখ ৩২ হাজার ১৭৯ টাকা নিয়ে পালিয়ে যায়।

গত দু’দিনে (শুক্র ও শনি) খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে সংগৃহীত পুরো টাকাই সিন্দুকের ভল্টে রাখা ছিল বলে দাবি করেছে অফিসের হিসাব রক্ষক খুরশিদ।

জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ জানান, এই ঘটনার সঙ্গে অফিসের কেউ জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কেএফ/এআর