কূটনীতিক দলের সাথে বিএনপির বৈঠক

bnp_flag

bnp_flagশেখ হাসিনার অধীনে সর্বদলীয় সরকারের পরিচালনাধীন নির্বাচন বর্জন করে আন্দোলনে থাকা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিদেশি এক দল কূটনীতিক।
রোববার দুপুরে রাজধানীর  গুলশানের হেরিটেজ হোটেলে দুই ঘণ্টাব্যাপি এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগরি এ উইলকক, কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন, নেদারল্যান্ডসের হাইকমিশনার গার্বেন ডি ইয়ং, ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি উন-ইয়ং।
বিএনপির পক্ষে দলের সহ সভাপতি শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ এ বৈঠকে উপিস্থত ছিলেন।
তাদের বৈঠকে  কি প্রসঙ্গে আলোচনা হয়েছে তা জানতে চাইলে বিএনপির সাবেক দুই কুটনীতিবিদ এ বিষয়ে কিছু জানাতে রাজি হননি।
ইউরোপীয় দেশগুলোর প্রত্যাশা বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকবে। বিএনপি বিহীন নির্বাচন বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
ইতোপূর্বে, ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধ দল পাঠাবেননা। নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের সম্মতি না জানানোর দুই দিনের মধ্যে এই বৈঠক হল।
এমআর/